আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের কানসাসে একটি বারে (মদের দোকান) গুলিতে চারজন নিহত হয়েছেন।
রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
রাজ্যটির কানসাস শহরের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশের এক টুইট বার্তায় নিশ্চিত করা হয়।
বিবিসি বলছে, হামলার পর একজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।
টেক্সাকে পৃথক দুই হামলায় ৪৪ জন নিহতের কয়েকদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।