বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার অ্যাপ বাতিল

ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির পর ২০১৮ সালের মার্চ মাসে অ্যাপ ডেভেলপারদের নিয়ে তদন্ত শুরু করে ফেসবুক। তারই অংশ হিসেবে এসব অ্যাপ বাতিল করা হয়েছে।
ফেসবুকের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে অ্যাপগুলো সরানো হয়েছে তা প্রায় ৪০০ ডেভেলপারের কাছ থেকে এসেছে। এইসব অ্যাপ গ্রাহকের জন্য হুমকি এমনটা নয়।

গোপনীয়তা নীতিমালা নিয়ে এক মামলায় চলতি বছরের শুরুতে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয় ফেসবুক। এফটিসি’র ওই মামলায় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ২০১২ সালের একটি সম্মতি চুক্তি অমান্য করেছে প্রতিষ্ঠানটি এবং বেআইনিভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য রাজনৈতিক পরামর্শক ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছে।

ওই ঘটনা ফাঁসের পর তীব্র সমালোচনা ও সরকারী চাপের ফলে গ্রাহকের তথ্য আরো নিরাপদ করতে জোর দিয়েছে ফেসবুক। তৃতীয় পক্ষের ডেভেলপাররা ফেসবুকের কাছ থেকে কী পরিমাণ তথ্য চাইতে পারবেন সীমিত করে দেয়া হয়েছে সে বিষয়টিও।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button