খেলা

তাসকিন ঝড়ে ১৭০ রানে গুটিয়ে গেল ওয়ালটন

বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের (চার দিনের ম্যাচ) দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে শুক্রবার থেকে। প্রথম দিনে বিসিবি নর্থের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭০ রান তুলেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বল হাতে ৫ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

সকালে সিলেটে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৭০ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস। একমাত্র রকিবুল হাসান ছাড়া কোনো ব্যাটসম্যানই পারেননি বড় ইনিংস খেলতে। ডানহাতি ব্যাটসম্যান ১২৭ বলে ৭০ রান করেছিলেন। এছাড়া শুভাগত হোম ২১, জাকের আলীর ব্যাট থেকে ১৯ রান আসে। শেষ পর্যন্ত টিকে ছিলেন আরাফাত সানী। ২৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংসের শুরু থেকে আগুন ঝরা বোলিং করেন তাসকিন। প্রথম স্পেলেই পকেটে পুরেন ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর পেয়েছেন আরও ২ উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন ডানহাতি পেসার। ৫৪ রানে ৫ উইকেট নেন তাসকিন। ২ উইকেট পেয়েছেন সালাউদ্দিন শাকিল। ১টি করে উইকেট পান সুমন, আরিফুল ও এনামুল হক জুনিয়র।

এর আগে টস জিতে বিসিবি নর্থের অধিনায়ক নাঈম ইসলাম বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এ ম্যাচে ওয়ালটনকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। প্রথম রাউন্ডে ওয়ালটনের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলে ডাক পেয়ে শান্ত গিয়েছেন পাকিস্তানে। ওয়ালটনের বিপক্ষে মাঠে ফিরেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এ ক্রিকেটার চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি। বিপিএলের শেষ দিকে মুশফিকের ডানপায়ের পেশিতে টান পড়ে।

ওয়ালটন সেন্ট্রাল জোন: আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব, শাহনাজ আহমেদ, রকিবুল হাসান, তাইবুর রহমান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহীদুল ইসলাম, আরাফাত সানী, মুস্তাফিজুর রহমান, জাকের আলী, মোহাম্মদ নাঈম শেখ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ ও নাজমুল ইসলাম অপু।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button