খুলনা বিভাগসারাদেশ

স্বস্তি আর শান্তিতে থাকতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান : শাহীন চাকলাদার

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিশ্বাস করে নৌকার সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষ স্বস্তিতে থাকে শান্তিতে থাকে, পরিবার-পরিজনকে নিয়ে ভালোমন্দ খেয়ে বসবাস করতে পারে, দেশে ব্যাপক উন্নয়ন হয়।
আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয়, তবে সরকারও শক্তিশালী হয়। ঐক্যের কোন বিকল্প নাই। নেত্রীর দেওয়া নৌকা আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি, জাতীয় পার্টি দেশের ক্ষমতায় ছিল, কিন্তু তারা দেশের মানুষের কল্যাণে কোন কাজ করেনি।
যে কারণে দেশে মানুষ এখন এক ধারায় ফিরে এসেছে। তারা নৌকার বাইরে কেউ ভোট দিতে চায় না। ভোট না থাকার কারণে বিএনপি এই উপ-নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যে ষড়যন্ত্র কখনই সফল হবে না। আগামী ১৪ জুলাই বিপুল ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করে ভোটাররা বিএনপির ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিবে।
গতকাল বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত কেশবপুর সাগরদাঁড়ী ইউনিয়নের কাস্তা বাজার, চিংড়া বাজার ও সাগরদাঁড়ী বাজার এবং হাসানপুর ইউনিয়নের ইউনিয়ন বগা মোড় ও হাসানপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উক্ত পথসাভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন,
কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,
সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল খান, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,
হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ওবায়দুর রহমান ওহাব, শাহদুজ্জামান শাহীন, জি এম আলতাফ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button