রাজশাহী বিভাগসারাদেশ

আন্তর্জাতিক নারী দিবসঃ টিএমএসএস‘র আয়োজনে গণতন্ত্রের জন্য নারীর পদযাত্রা বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলী উপজেলায় টিএমএসএস এর শাখা অফিসে দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষের উদ্যোগে ও টিএমএসএস আয়োজনে গণতন্ত্রের জন্য নারীর পদযাত্রা বিষয়ক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,পরিচালক মোঃ আব্দুস সালাম, টিএমএসএস সাধারণ পরিষদের সহঃ সদস্য সচিব মিনতি আখতার বানু,সদস্য আফরুজা খাতুন,সদস্য মাকছুদা খাতুন লিপি,সদস্য আঞ্জুমান আরা প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন টিএমএসএস সাধারণ পরিষদ সদস্য ও বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেফাজত আরা মিরা। সভা পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও টিএমএসএস এর সহকারী জোনাল ম্যানেজার সাহানা আফরোজ খানম। সভায় বক্তারা বলেন নারীদের ভাগ্য উন্নয়নে নারী শিক্ষার প্রতি জোর দিতে হবে। শিক্ষিত নারীরাই পারে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। আর্থিক ভাবে সাবলম্বী হতে না পারলে কখনই নারী স্বাধীনতা আসবে না। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করতে হবে। একজন শিশু মা কখনো সমাজে অবদান রাখতে পারেনা। আলোচনা সভা শেষে গাবতলী- নারুয়ামালা সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button