রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর উদ্যোগে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বগুড়ার মহাস্থানে সংস্থার শাখা অফিসে গতকাল রবিবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক (চিফ এইচইএম সেক্টর) মোঃ সোহরাব আলী খাঁন, পরিচালক (প্রোগ্রাম-২) মোঃ আব্দুস সালাম,পরিচালক মোঃ মাহবুবুর রহমান,সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান,ডেপুটি সিনিয়র শাখা ব্যবস্থাপক আবু সোহেল,পিও (এ) সুয়াইবা আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সহকারী জোনাল ম্যানেজার ও মানবাধিকার কর্মী শাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে বক্তারা বলেন দেশ সার্বিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু সমাজ থেকে এখনও বাল্য বিয়ে দূর করা যাচ্ছে না। বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর কুফল সম্পর্কে বেশী বেশী প্রচার করতে হবে। বক্তারা আরও বলেন সমাজ থেকে এই ব্যাধী দূর করতে হলে প্রথমে বাবা মাকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button