আন্তর্জাতিক

‘করোনা পরিস্থিতি আরও ভয়ানক হবে’

প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ‘ভয়াবহ সতর্কবার্তা’ দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। রবিবার বিল গেটস সতর্ক করে বলেছেন, আগামী চার থেকে ছয় মাস করোনার ভয়াবহ সময় হতে পারে

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেরও কো-চেয়ার বিল গেটস সিএনএন’কে সাক্ষাৎকারে বলেন, দুঃখজনক, আগামী চার থেকে ছয় মাস মহামারির ‘ভয়াবহ সময় হতে পারে।’ ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভোলিউশন (আইএইচএমই) আরো ২ লাখ মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছে।

তবে বিল গেটস বলেছেন, আমরা যদি নিয়ম নীতি মেনে চলি, মাস্ক পরি তাহলে মৃত্যুহার কমাতে পারি। বিল গেটস এমন সময়ে এই সতর্কবার্তা দিলেন যখন যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকাদান শুরু হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে করোনায় রেকর্ড হারে সংক্রমণ, মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button