দুর্যোগসারাদেশ

কলাপাড়ায় কোচিং সেন্টার পরিচালনার দায়ে শিক্ষকের কারাদন্ড

সোলায়মান পিন্টু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে রেজাউল করিম নামের এক মাদ্রাসা শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাত নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মাদপুর এলাকার জব্বার মৌলভীর ছেলে এবং সামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক শিক্ষক।
কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ জানান, অভিযুক্ত ওই শিক্ষক সরকারী নির্দেশনা অমান্য করে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। যার কারণেই তাকে পুলিশের সহায়তায় আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত শিক্ষককে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button