আন্তর্জাতিক

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহত শতাধিক

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ও রেডক্রস কর্মকর্তারা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

কারাগারটিতে ছয়বার বিমান হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রোববার ধ্বংস হয়ে যাওয়া কারাগারটি ও ধামারের হাসপাতালগুলো পরিদর্শন করেছেন ইয়েমেন রেডক্রসের প্রধান ফ্রাঞ্জ রাউচেনস্টেইন।

তিনি বলেছেন, শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন বলে অনুমান করছি।

কারাগারটির ধ্বংসস্তূপ থেকে অন্তত ৬০টি মৃতদেহ বের করে আনা হয়েছে বলে এর আগে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল।

ওই কারাগারটিতে ১৭০ জন বন্দি ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাউচেনস্টেইন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, তিনটি ভবনে আঘাত হানা হয়েছে। এই ভবনগুলোতেই বন্দিদের রাখা হয়েছিল। তাদের অধিকাংশই নিহত হয়েছেন।

ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটি ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় ৫০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ৫২ জন বন্দি রয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের ইয়েমেন দফতর জানিয়েছে। এখনও অন্তত ৬৮ জন বন্দি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ বলেছেন, (সৌদি) জোট এ ঘটনার বিষয়ে তদন্ত করবে বলে আশা করছি আমি। জবাবদিহিতা চালু হওয়া দরকার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button