বরিশাল বিভাগসারাদেশ

অরক্ষিত সাব-মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের পাওয়ার ক্যাবল

কলাপাড়া(পটুয়াখালী প্রতিনিধি): পটুয়াখালীর কুয়াকাটায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে সমুদ্র থেকে উঠে আসা দেশের দ্বিতীয় সাব-মেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ারের সংযোগ ক্যাবল। কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে একটু পূর্ব দিকে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে এ ক্যাবল।  ক্যাবলটি কোন সময় ক্ষতি হয়ে বন্ধ হয়ে যেতে পারে সাব- মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সকল ধরনের সার্ভিস।
ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার দুপুরের যেকোন সময় আস্বাভাবিক জোয়ারের ঢেউয়ের তান্ডবে বালুক্ষয়ের ফলে মাটির অগভীরে থাকা এ ক্যাবল বেরিয়ে এসেছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, এটি একটি প্রাকৃতিক
দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন করেছি। বিষয়টি উর্ধ্বতনদের জানানো হয়েছে। বর্তমানে এটি নজরদারির
জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button