বিজ্ঞান ও প্রযুক্তি

হঠাৎ বন্ধ অনেকের ফেসবুক অ্যাকাউন্ট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা বলছেন, কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তারা এমন কোনো আচরণ করেননি, যাতে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড তথা সামাজিক নীতিমালা ভঙ্গ হতে পারে।

অ্যাকাউন্ট বন্ধ হওয়া ভুক্তভোগীরা এমন বার্তা পেয়েছেন “আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, কারণ এটি আমাদের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ অনুসরণ করেনি। এ সিদ্ধান্ত আর বদলানো যাবে না। ”

ভুক্তভোগীরা বলছেন, অ্যাকাউন্ট বন্ধের আগে কোনো ধরনের সতর্কবার্তা তারা পাননি। অ্যাকাউন্ট কোন নীতি ভেঙেছে, সে বিষয়ে ফেসবুক কিছুই বলেনি। জেন রবার্টস নামের এক ভুক্তভোগী বলেন, আমি বেশ কিছুদিন ধরে ফেসবুকে কোনো পোস্ট কিংবা মন্তব্য করিনি। ফলে আমি এমন কিছু করেছি, যা আপত্তিকর বলে মনে হতে পারে- এটা একেবারেই অসম্ভব। এরপরও আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ১৫ বছরের বেশি সময় ধরে আমি ফেসবুক ব্যবহার করি। আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে পারিবারিক অসংখ্য ছবি রয়েছে অ্যাকাউন্টে। এটা বন্ধ হওয়া খুবই দুঃখজনক। ফেসবুকের মূল কোম্পানি মেটার শীর্ষ কর্মকর্তা অ্যান্ডি স্টোন এক টুইট বার্তায় বলেছেন, ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে কিছু ব্যবহারকারীর সমস্যায় পড়েছেন। বিষয়টি এরই মধ্যে আমরা অবগত হয়েছি। কেন এমন হলো- এ বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি আমাদের কারিগরি দল এ সমস্যার সমাধানে কাজ করছে। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হবে। তবে কত সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, এ বিষয়ে কিছু জানাননি তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button