রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে নান্দ খাল পুনঃখননের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে বিএডিসির পানাসি সেচ প্রকল্পরর আওতায় নাটোরের লালপুর উপজেলার ৬.২ কিলোমিটার নান্দ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চাঁদপুর উচ্চ বাদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
 বিএডিসি নাটোরের রিজিয়ন নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন
অফিসার মাহাদী হাসান।
উপজেলার কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, খাল খনন প্রকল্পের সভাপতি আতিয়ার রহমান, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম,
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান লাভলু, যুবলীগ নেতা রোকুনুজ্জাম লুলু, জেলা তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন, বড়াইগ্রাম বিএডিসির সহকারী প্রকৌশলী জিয়াউল হক,লালপুর বিএডিসির উপসহকারী প্রকৌশলী নফছার আলী
প্রমূখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button