রাজশাহী বিভাগসারাদেশ

মুজিববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের আহবান, গাছ লাগাই বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে ১কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচীর আওতায় দুপচাঁচিয়ায় বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্র সামাজিক বনবিভাগ, বগুড়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষেরচারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বেলাল হোসেন, মোজাম্মেল হক, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, সরওয়ার খান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম মোয়াজ্জিম সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা সামাজিক বনায়ন নার্সরী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান প্রমুখ। প্রসঙ্গতঃ দুপচাঁচিয়া উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ হতে ২০হাজার ২’শ ২৪টি ফলদ, বনজ, ঔষুধী ও সোভা বর্ধনকারী বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button