রাজশাহী বিভাগসারাদেশ

হিলিতে মাথা গোজার ঠাঁই পাচ্ছে ১৪৫টি পরিবার

হিলি (দিনজপুর) প্রতিনিধি: ‘আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে ১৪৫ টি অসহায় ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাথা গোজার ঠাঁই।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৪৫ টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে পুরোদমে গৃহনির্মাণে কাজ চলছে। আগামী জানুয়ারী মাসে সারাদেশে একযোগে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো হস্তান্তর করবেন। অধির আগ্রহে উপকার ভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে। দুই শতাংশ খাস জমির ওপর নির্মিত প্রতিটি ঘর নির্মানে ব্যায় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুটি শয়ন কক্ষ, রান্নঘর, টয়লেট ও অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম বলেন, আমার উপজেলায় ১৪৫টি ঘর বরাদ্দ পেয়েছি। ইত্যেমধ্যে গৃহ নির্মণের কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের দিক নির্দেশনায় নির্মাণ কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button