জাতীয়

রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ হাজার ৯২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় পাঁচ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের ৫৮ দশমিক ৫৫ ভাগ। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য থেকে জানা যায়, রাজধানী ঢাকার রাজারবাগে ১৯৬ জন, কাকরাইলে ১৬২, যাত্রাবাড়ীতে ১৪৩, মোহাম্মদপুরে ১০৪, মুগদায় ১২১, মহাখালীতে ১১১, লালবাগে ৮৯, তেজগাঁওয়ে ৭৯, মালিবাগে ৭৮, উত্তরায় ৭০, বাবুবাজারে ৬৬, বংশালে ৬৩, মগবাজারে ৫৫, গেণ্ডারিয়াতে ৫৬, বাড্ডায় ৪৬, বাসাবোতে ৪৩, চকবাজারে ৪৩ ও ধানমণ্ডিতে ৪৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত সোমবার দেশে ১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত এক হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন পুরুষ মারা গেছেন।

অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে আরো বলেন, ‘এর মধ্যে করোনার কারণে বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা গেছেন এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক কর্নেল (অব.) ডাক্তার মনিরুজ্জামান করোনার কারণে মারা গেছেন। তাঁর মৃত্যুর পরে পরীক্ষা করে এ কারণ জানা গেছে। অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টার ফল ৩৩টি ল্যাব থেকে সংগ্রহ করা হয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এরপর গত সোমবার ৫৮তম দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়ায়। বর্তমানে ৫৯ তম দিনে দেশে ১০ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button