সারাদেশ

বান্দরবানের তিন উপজেলা লকডাউন

বান্দরবানের তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই তিন উপজেলা হলো- লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ‘বান্দরবানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য লোক সমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ৪১ জন এবং হাসপাতাল কোয়ারেন্টিনে আছে ৯ জন।

অপরদিক, অকারণে চলাফেরা নিয়ন্ত্রণে শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button