রংপুর বিভাগসারাদেশ

বিএসএফের গুলিতে নিহত, গোপনে লাশ দাফন ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাসিনুর রহমান (২০) নামের এক যুবকের লাশ তিনদিন পর বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলামের উপস্থিতিতে কবর থেকে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার গাছবাড়ি পূর্ব মাঝের চর এলাকার ওই কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
এসময় চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবীরুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দিলওয়ার হাসান ইনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু দিলওয়ার হাসান ইনাম জানান, বিজ্ঞ আদালতের অনুমতির পর লাশ কবর থেকে উত্তোলন করে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার ইটালুকান্দা সীমান্তের চুলকানির খালে আন্তর্জাতিক মেইন পিলার ১০৫২-১০৫৩ এর মাঝামাঝি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাঁশের আড়কির মাধ্যমে গরু পারাপারের সময় ভারতের শিশুমারা ক্যাম্পের বিএসএফের গুলিতে হাসিনুর রহমান নামের এক চোরাকারবারি মারা যায়।
পরে আইনি ঝামেলা এড়াতে দূরে গাছবাড়ি পূর্বমাঝের চর নামক ফাঁকা জায়গায় গোপনে লাশ দাফন করে। নিহত হাসিনুর দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের পুত্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button