দুর্যোগসারাদেশ

আ’লীগের দুপক্ষের সংঘর্ষ, হরিপুরে ১৪৪ ধারা

 ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্ধিতসভা কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আওয়ামী লীগের দুপক্ষের উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে এই ১৪৪ ধারা জারি করা হয়। বুধবার বিকাল থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হরিপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল করিম।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে হরিপুর উপজেলা আওয়ামী লীগ কমিটির ১১ সদস্যকে বহিষ্কার করা হয়।

হরিপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ১৭ সদস্যকে কমিটিতে নতুনভাবে যুক্ত করা হয়। এই নিয়ে বুধবার বিকালে দলীয় কার্যালয়ে বর্ধিতসভায় দুপক্ষের মধ্যে হট্টগোল বাধে।

এর একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় সৃষ্টি হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

তবে মনিরুল ইসলাম রিপনের অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল সঠিক নয় বলে দাবি করেন।

হরিপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button