জাতীয়

রাজধানী থেকে গণউপদ্রবকারী ৮ কিশোর আটক

রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে গণউপদ্রবের অভিযোগে ৮ কিশোরকে আটক করেছে ডিএমপি’র শ্যামপুর থানা পুলিশ।

রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।  গণউপদ্রবের অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়।  পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদেরকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক কিশোর ও যুবককে আটক করা হয়।

উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে একজন সচেতন নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা শুরু করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button