লিড নিউজ

করোনায় এক লাফে শনাক্ত ৮৯২, মৃত্যু ৩

শনাক্তের হার ৪ শতাংশের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৮৯২ জন। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪.২০ শতাংশ।

আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। এদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

এতে আরো বলা হয়, দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ ও আরেকজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের। আরেকজন রাজশাহীর। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button