রাজশাহী বিভাগসারাদেশ

বাসা থেকে সাবেক ব্যাংক কর্মকর্তা, তাঁর স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসের সামনের একটি একতলা বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহম্মেদ।

নিহতরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার (৬৭), তাঁর স্ত্রী মোছা: ছুম্মা খাতুন (৫৮) ও তাদের পালিত মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন (১৪)।

সদর থানার ওসি মো. নাছিম আহম্মেদ বলেন, ‘এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিকে আজ জুমার নামাজের পর পুলিশ শহরের দক্ষিণ রাঘবপুরের ফায়ার সার্ভিস অফিসের সামনের একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।’

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা তিনজকে কুপিয়ে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে গেছে। তবে ঘটনাটি দুই-তিন দিন আগে ঘটেছে বলে মনে হচ্ছে‘, যোগ করেন ওসি।

পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শহরের দিলালপুর মহল্লার মৃত আব্দুল খালেকের বাসায় চার বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। গত তিনদিন ধরে এই বাসা থেকে কেউ বাইরে বের না হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। তখন তারা বাসার খোলা জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে। রাজশাহী থেকে ফরেনসিক টিম পাবনায় আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ সুপার। তিনি আরো বলেন, ‘তবে পুলিশের প্রাথমিক ধারণা, দুই-তিন দিন আগে বাসায় ঢুকে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button