লিড নিউজ

করোনা মহামারি

বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর করোনাভাইরাসের মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (৫ মে) সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।’

গেব্রিয়াসুস আরো বলেন, ‘গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচওর জরুরি কমিটি করোনার জন্য সর্বোচ্চ স্তরের সতর্কতা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।

সূত্র: ডব্লিউএইচও, সিএনএন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button