আন্তর্জাতিক

নর্থ মেসিডোনিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক

নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার নর্থ মেসিডোনিয়া পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
নর্থ মেসিডোনিয়ার পুলিশের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে বলা হয়, গ্রিস সীমান্তবর্তী গেভেগেলিজা নামক শহরের হাইওয়েতে টহলের সময় ওই ৬৪ বাংলাদেশিকে আটক করা হয়।
আটক ওই ৬৪ বাংলাদেশি গ্রিসে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে। তবে ওই ট্রাকের ড্রাইভারকে আটক করতে পারেনি পুলিশ।
যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত বলকান অভিবাসন রুটটি ২০১৫ সাল থেকেই বন্ধ। এছাড়া করোনা ভাইরাসের কারণে গ্রিসের সঙ্গে নর্থ মেসিডোনিয়া সীমান্ত এই বছরের এই বছরের শুরুর দিকে বন্ধ করে দেয়া হয়েছে। তবে পুলিশ বলছে এই রুটটি ব্যবহার করে এখনো মানব পাচার চলছে। ওয়াশিংটন পোস্ট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button