লিড নিউজ

ঘূর্ণিঝড় মোখা: বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় মোখায় বিদ্যুতের লাইনের কারণে যেন কারও ক্ষতি না হয়; তাই আক্রান্ত এলাকার বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে ।

শনিবার (১৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের মানুষের উপকারে আসে এমন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। যারা মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করেছিলেন, প্রকল্প বাস্তবায়নের পর তারা এখন কী বলবেন বলেও প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধারাবাহিক পদক্ষেপের কারণে মানুষের গ্রাম থেকে শহরে আসার প্রবণতা কমেছে। টেলিভিশন টক শো’গুলোতে শুধু টক টক কথাই থাকে; সাথে কোনো মিষ্টি কথা থাকে না বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, অহেতুক বড় বড় পরিকল্পনা কিন্তু আমরা নিই না। অনেকেই মেগা প্রজেক্ট নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু আজকে যখন মেগা প্রজেক্টগুলো শেষ হয়েছে, এসবের সুফল যখন মানুষ ভোগ করছে, যারা এসব কথা টক শোতে বলেছিলেন তারা এখন কী জবাব দেবেন, তা আমার জানতে ইচ্ছে করে।

শেখ হাসিনা বলেন, নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না। বিভিন্ন সময় বিশ্ব ব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে ।

প্রধানমন্ত্রী আরো বলেন, যেকোনো দেশ এসে বিশাল অংকের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এবং, সেটা আমি করবোও না। কারণ, আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই করবো। এক সময় মিলিটারি শাসকদের সময় প্রচলিত ছিল যে, নিজের দেশের বড় অংকের টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে সেই টাকা পরের কাছে তুলে দিয়ে তাদের কাছ থেকে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেবো আরেকজনের হাতে। তার কাছ থেকে কমিশন খাবো, ঘুষ খাবো- এই ধরনের মানসিকতা কেন থাকবে! এটা আত্মহননের শামিল। বরং, একটা টাকা বাঁচাতে পারি কিনা, সে চেষ্টাই করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি আরেকটি সিদ্ধান্ত নিতে বলেছি। স্যাংশন দেয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের উপর দেয়া হচ্ছে স্যাংশন! আমি বলে দিয়েছি, সে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমি কিছুই কিনবো না। আমি আর কী করবো! বাবা-মা-ভাইবোন সবাইকে মেরে ফেলেছে। আমার তো হারানোর কিছু নেই। আমার দেশটিকে আমি এগিয়ে নিতে চাই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button