সারাদেশ

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ১৭ জনসহ ১৬৮ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনাভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জনসহ মোট ১৬৮ জন বিদেশ ফেরত নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জেলার ৯ উপজেলায় এ পর্যন্ত ৫শ৬৯ জন বিদেশ ফেরত নাগরিক এসেছে। এদের মধ্যে বর্তমানে ১৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৬৫ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। আর বাকীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, বিদেশ ফেরত বাংলাদেশী যারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় প্রবেশ করেছে তাদের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টাইনে থাকাদের শারীরিক অবস্থা ভাল রয়েছে।

ইতালি, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৫৬৯ জন প্রবাসী বাংলাদেশী জেলার ৯ উপজেলার বিভিন্ন উপজেলায় ফিরে এসেছেন।

করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।

অন্যদিকে সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে কুড়িগ্রাম পৌরসভায় শহরের বিভিন্ন হাটবাজার, আদালত চত্ত্বরসহ জনবহুলস্থানে হাত ধোয়ার বেসিন বসিয়েছেন পৌর মেয়র আব্দুল জলিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button