শিক্ষাঙ্গন

ভিসির অশালীন মন্তব্যের জেরে আবারও ঝাড়ু মিছিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেরমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি সপ্তম দিনের দিনের মতো অব্যাহত আছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ আবারও ঝাড়ু মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বিদ্রোহী সঙ্গীত গাওয়া হয়। বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জয়বাংলা চত্বর থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ঝাড়ু দিয়ে যেমন সকল ময়লা আবর্জনা দূর করা হয়। তেমনি আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আবর্জনা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে এই মিছিল করেছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) টিভিতে সাক্ষাৎকার প্রদানের সময় শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য করায় গতকালও তাৎক্ষণিক ঝাড়ু ও জুতা মিছিল করে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button