সারাদেশ

আদমদীঘির করোনা আক্রান্ত আহসান হাবীবের শ্বশুর বাড়ি লকডাউন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাঁওইল (কাঞ্চনপাড়া) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে পুলিশ সদস্য আহসান হাবীব(২৯) এর করোনা ভাইরাস পজেটিভ হওয়ার কারণে ওইদিন রাতেই তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। করোনা পজেটিভের বিষয়টি জানতে পেরে বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেট তাৎক্ষনিকভাবে পুরো আদমদীঘি উপজেলা পূনরাদেশ না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করেন। এদিকে ১৭এপ্রিল শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত আহসান হাবীবের শ্বশুর দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের হাপুনিয়া গ্রামের ইব্রাহীম হোসেন বিরোর ছেলে ফেরদৌস রহমানের বাড়ি পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুপচাঁচিয়া উপজেলায় মানুষের মাঝে ভীতি সঞ্চার হয়েছে। কারণ আহসান হাবীব ঢাকা থেকে আসার পর থেকে দুপচাঁচিয়া ও আদমদীঘি এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করেছে। অপরদিকে ১৬এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী তানজিলা খাতুন(১৮) এর করোনা উপসর্গ সন্দেহে স্যাম্পল গ্রহণ করে তা পরীক্ষার জন্য বগুড়ায় প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য উক্ত তানজিলা গত ১০এপ্রিল নারায়নগঞ্জ থেকে মাজিন্দা গ্রামে আসে। আসার পর তার জ্বর, সর্দি, কাশি দেখা দিলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুসের নির্দেশনায় ল্যাবরেটরী এ্যাসিসটেন্ট আবু বক্কর ছিদ্দিক ও ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম উক্ত তানজিলার স্যাম্পল সংগ্রহ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button