রংপুর বিভাগসারাদেশ

ভুরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে বিএসএফর হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় জহুরুল ইসলাম (৫০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার (২৩ নভম্বর) ভোরে বিএসএফর দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায় বলে জানায় এলাকাবাসী। আটক জহুরম্নল দক্ষিণ বাঁশজানি গ্রামর মত. নুরম্নল ইসলামর ছল।
জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আত্মর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে – প্রবেশ করে। এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশ ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফর দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।
এ প্রসঙ্গে কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন জানান, ভারতের ভূখণ্ডে – অবৈধভাবে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো  ঘটনা জানার জন্য বিএসএফর কাছে  কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button