খুলনা বিভাগ

বাজার মনিটরিং না থাকায় একই দ্রব্য ভিন্ন ভিন্ন

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঘাতক করোনা ভাইরাসে যখন সমগ্র বিশ্বের অর্থনীতি ও সামাজিক পরিবেশ বিধ্বস্ত, তখন যশোর জেলার কেশবপুরের বিভিন্ন হাট-বাজারে একই দ্রব্য এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। অসাধু এসব ব্যবসায়ীদের সাথে ক্রেতাসাধারণের এ নিয়ে বৎসা ও বাকবিতন্ডা করছে অনেকেই। বাজার মনিটরিং না থাকায় এ সকল দোকানিরা ক্রেতা সাধারণের উপর যথেচ্ছারিতা করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। কেশবপুরের পাঁজিয়া বাজার, কলাগাছি বাজার, ভেরচি বাজার,  ভাইনা বাজার, মঙ্গলকোট বাজার, হাসানপুর বাজার, সাগরদাঁড়ি বাজার, ত্রিমোহিনী বাজার, সাতবাড়িয়া বাজার, সহ কেশবপুর সদরেও একই মোড়কের দ্রব্য এক এক দোকানে এক এক দামে বিক্রয় হচ্ছে। চাউল, আটা, ময়দা, চিনি, তেল, লবণ, থেকে কাঁচামালের দোকানে একই দ্রব্য ভিন্ন ভিন্ন দামে বিক্রয় হচ্ছে । খৈল ভুসি দোকানেও  রয়েছে বৈষম্য। ধুমপায়িরা রয়েছে চরম বিড়ম্বনার মধ্যে। ১০ শলাকার প্যাকেট, মোড়ক নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১৩ টাকায় বেশি বিক্রি করছে দোকানিরা । সর্বোচ্চ খুচরা মূল্য না মেনে প্রত্যেক দোকানিদের এহেন স্বেচ্ছাচারিতার কারণে ভুক্তভোগীদের মনে চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে। অনেকেই প্রকাশ্যে বলছেন যেন দেখার কেউ নেই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button