বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের জন্য অনশনকারী সেই রুমেল আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বগুড়ায় আলোচিত সেই রুমেল। রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। সে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।
২০ এ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৮টায় তাপদাহে হিট স্টোক করেছেন তিনি।
বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত এবং বিসিবির সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাফনের কাপড় ও শিকল পরে আমরণ অনশন শুরু করেছিলেন হুমায়ুন আহমেদ রুমেল।
শহরের সাতমাথায় তিনি এই অনশন কর্মসূচি শুরু করেছিলেন।
এর আগে ৫ মার্চ শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিলের প্রতিবাদ এবং বগুড়া জেলার উন্নয়নের দাবিতে আমরণ অনশনে যান রুমেল। এরপর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামিম কামালের আশ্বাসে চারদিন পর অনশন বিরতি করেন।
পরবর্তীতে সংস্কৃতি প্রতিমন্ত্রী বগুড়ায় আসলে তার সামনেও শিকল পড়ে দাঁড়ান এই রুমেল। তিনি পানি খাইয়ে দিয়ে অনশন ভাঙ্গান।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে আবারও আন্তর্জাতিক ভেন্যু ফিরে পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
গত কয়েক দিনের প্রচন্ড তাপদাহে আবহাওয়া উচ্চ তাপমাত্রা বহন করছে।
আর এই তাপমাত্রা শয্য করতে না পেরেই হিট স্ট্রোক করেছেন বলে জানান স্থানীয়রা।