খেলা

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরি তামিমের

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ছন্দে ফিরছেন তামিম ইকবাল।  প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ তম সেঞ্চুরি হাঁকালেন এই পেসার।   আর বিসিএল দিয়ে চেনা রূপে ফেরার ইঙ্গিত দিলেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম যেন ফাঁকা মরুভূমি। এর মাঝেই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের তামিম ইকবালের ব্যাট থেকে আসা শব্দ গুলো মধুর শোনাচ্ছিল। ব্যাটের মধুর শব্দই গল্পটা বলে দিচ্ছিল। পেসার শহিদুল ইসলামের লেংথ বলটি কবজির মোচড়ে লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড়ে নিলেন দুই রান, তাতেই হয়ে গেল প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ তম সেঞ্চুরি।

ইনিংসের শুরুতেই বেশ আক্রমণাত্মক ছিলেন তামিম। কাভার ড্রাইভ, স্কয়ার ড্রাইভ, কাট শটে প্রচুর রান করেছেন। বিশেষ করে ওয়ালটন মধ্যাঞ্চলের পেসার মোস্তাফিজুর রহমানের বলে বেশ কয়েকটি বাউন্ডারি মেরেছেন। রান করেছেন আরেক পেসার শহিদুলের বলেও।

মধ্যাহ্ন বিরতির আগে শুভাগত হোমের অফ স্পিনে কিছুটা মন্থর ব্যাটিং করলেও স্ট্রাইক রেট কমেনি তামিমের। মধ্যাহ্ন বিরতির পর ১২৬ বলে ১৭ চারে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেঞ্চুরি করে খুব বেশি উচ্ছ্বাস দেখাননি এই বাঁহাতি ওপেনার। সতীর্থদের উদ্দেশ্যে ব্যাট তুলে সঙ্গী মুমিনুল হকের শুভেচ্ছা গ্রহণ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button