জাতীয়

পিলখানা ট্র্যাজেডি: শ্রদ্ধা-ভালোবাসায় নিহতদের স্মরণ

পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডে নিহতদের স্মরণ করা হয়েছে শ্রদ্ধা-ভালোবাসায়।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের স্বজনরা।

পিলখানার হত্যাকাণ্ডের ১২ বছর পূর্তিতে বৃহস্পতিবার অন্যান্য রাজনৈতিক দলও নিহতদের স্মরণ করেন।

আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ মর্যাদায় গত ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তরে পিলখানায় সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যদের ১২তম শাহাদত বার্ষিকী পলিত হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button