সারাদেশ

সুজানগরে কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণের উদ্বোধন

সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যের সয়ং সম্পন্ন করতে কৃষকদের বিনা মূল্যে বীজ ও সার দিয়ে আসছে, এর সঠিক ব্যাবহার করে খাদ্য ঘাটতি দূরি করণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা যাতে আগামিতে আরো বেশী করে আপনাদের কল্যাণে কাজ করতে পারে এই জন্য তার জন্য দোয়া করবেন। পাবনার সুজানগরে ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওয়তায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণের উদ্বোধন কালে এ কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন এস এ পি ও আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম। উপজেলার প্রায় ২০০ কৃষকদের মাঝে এ প্রনোদনা বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button