আন্তর্জাতিক

কুয়েত থেকে চট্টগ্রামে ড্রিমলাইনার ১৪৪ বিমানের যাত্রা শুরু

কুয়েত হতে সরাসরি চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের উন্নত প্রযুক্তি সম্পন্ন ড্রিমলাইনার ১৪৪ ফ্লাইটের যাত্রা শুরু।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুয়েতের মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই ফ্লাইটের শুভ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২ টা ৪৫ মিনিটে চট্টগ্রামমুখী ড্রিমলাইনার ১৪৪ ফ্লাইটটি ছেড়ে যায়।

অন্যদিকে বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছায়। এখন থেকে সপ্তাহে একদিন প্রতি বুধবার কুয়েত হতে চট্টগ্রাম রুটে সরাসরি যাতায়ত করবে বিমান। এসময় আরো উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, সোনালী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন মজুমদার, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামালসহ বিমানের কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বিমান দেশের সম্পদ, আমাদের সম্পদ। তিনি এই ফ্লাইট ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও বিমানে ভ্রমণ করার আহ্বান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button