সারাদেশ

চট্টগ্রামের রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে মারা গেল দুইজন

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট সংকটে জীবিকার তাগিদে বের হওয়া অজ্ঞাত রিকশা চালক হঠাৎ মাথা ঘুরে পড়ে যান রাস্তায়। সেখানেই তার মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। পঞ্চাশোর্ধ্ব ওই রিকশাচালকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, অলি খাঁ মসজিদের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই রিকশা চালক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, কর্মস্থলে যাওয়ার পথে আরেক গার্মেন্টস কর্মকর্তার হঠাৎ মৃত্যু হয়। চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানা এলাকার কর্মস্থলে যাওয়ার পথে সেলিম উদ্দীন নামে একজন গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার এসআই মো. দেলোয়ার।

মৃত সেলিম বায়েজিদ বোস্তামী থানার তারা গেইট এলাকার জিরাত ফ্যাশনের সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর মাদার্শা এলাকার মো. রহমত আলীর ছেলে।

খুলশী থানার এসআই মো. দেলোয়ার বলেন, প্রাথমিকভাবে জেনেছি বাসা থেকে বায়েজিদের কর্মস্থলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ পড়ে যান সেলিম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে জানতে পেরেছি হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিম মারা গেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button