সারাদেশ

হিলিতে গরীব অসহায় দুস্থ্যদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকালে হিলির কেন্দ্রিয় ঈদগা মাঠে সামাজিক দুরত্ব নিশ্চিত করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি পৌর সভার মেয়র জামিল হোসেন বলেন, করোনা ভাইরাসের কারনে সবকিছু বন্ধের কারনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্য পরিবারের কথা চিন্তা প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার ১ হাজার ২শ কার্ডধারী গরীব অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ৬টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী মাসে দুবার চাল কিনতে পারবেন। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button