রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মাস্ক না পরায় ৩৬ জনকে জরিমানা

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মাস্ক না পরায় ৩৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাঁচমাথা মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম । ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৯৬০ সালের দন্ড বিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ৩৬ জনকে আর্থিক জরিমানা করেন। এসময় সাডে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলমান। সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button