লিড নিউজ

দুই ডোজ টিকা নিলেও ডেল্টা থেকে নিস্তার নেই

একদিকে আগুন গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ধরন, একইসঙ্গে সময় যত গড়াচ্ছে বিভিন্ন দেশে বাড়ছে টিকাদান কার্যক্রমের গতি। তবে শুধু টিকা নিয়েই যে ডেল্টা থেকে নিস্তার পাওয়া যাবে এমনটা ভাবার কারণ নেই। কারণ বিজ্ঞানীরা বলছেন, কেউ টিকার দুটি ডোজ নিলেও তিনি ডেল্টার সংক্রমণের শিকার হতে পারেন। ইতোমধ্যে এর অনেক উদাহরণ বিভিন্ন দেশে পাওয়া গেছে। ভয়ের বিষয় হলো, টিকা নিয়েও ডেল্টার শিকার এই মানুষরা তেমন কোনো উপসর্গ দেখা না দেওয়ায় সংক্রমণ আরও ছড়িয়ে দিচ্ছেন। বিশ্বের ১০ শীর্ষ কোভিড বিশেষজ্ঞের সাক্ষাৎকার থেকে উঠে এসেছে এ তথ্য।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ মুহূর্তে বিশ্বের ১২৪টি অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে ডেল্টা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অন্তত ২০ কোটি মানুষ ডেল্টার শিকার হতে পারে। ভারতে উৎপত্তি হওয়া করোনার এই ধরনটির আক্রমণে মানুষ শুধু গুরুতর অসুস্থই হয়ে পড়ছেন না, এটি খুব দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে যাচ্ছে। ফলে টিকা নেননি এমন ব্যক্তিদের দ্রুত আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন অত্যন্ত বেশি, তেমনি টিকার দুটি ডোজ সম্পন্ন হওয়ার পরেও ডেল্টায় আক্রান্ত হচ্ছেন এমন প্রমাণ মিলছে। এ ধরনের উদাহরণ দিন দিন বাড়ছে।

ব্রিটিশ মাইক্রোবায়োলজিস্ট শ্যারন পিকক বলেন, এ মুহূর্তে বিশ্বের সামনে সবচেয়ে বড় ঝুঁকি ডেল্টা। পাবলিক হেলথ ইংল্যান্ড সম্প্রতি জানিয়েছে, ব্রিটেনে ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত ৩ হাজার ৬৯২ জন করোনা রোগীর মধ্যে ৫৮.৩ শতাংশের টিকাকরণ হয়নি তবে ২২.৮ শতাংশের টিকার দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে। সিঙ্গাপুরেও ডেল্টা ভেরিয়েন্টের দাপট সবচেয়ে বেশি। সেখানকার সরকারি তথ্য বলছে, আক্রান্তদের তিন চতুর্থাংশই কিন্তু টিকা নিয়েছেন।

 

আবার ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সে দেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এমন ৬০ শতাংশরই টিকা নেওয়া আছে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৮৩ শতাংশই ডেল্টা ভেরিয়েন্টের শিকার। সে দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, টিকাকরণের হার কম এমন এলাকাগুলোতে ডেল্টার প্রকোপ বেশি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button