রংপুর বিভাগসারাদেশ

আজ ২৯ নভেম্বর নাগেশ্বরী হানাদার মুক্ত দিবস

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে (২৯ নভেম্বর) মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর প্রবল আক্রমণে পরাজিত পাকবাহিনী নাগেশ্বরী ছেড়ে যেতে বাধ্য হয়।
২০ নভেম্বর উপজেলার রায়গঞ্জে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর প্রবল আক্রমণে ক্ষতিগ্রস্ত পাকবাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পশ্চাদপদসরণ করে নাগেশ্বরীর হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে।
মুক্তিবাহিনী ও ভারতীয় বিএসএফের ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে তাদের উপর সাঁড়াশি আক্রমণ চালায়। পরাজিত পাকি সৈন্যরা ২৯ নভেম্বর ভোরে দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। হানাদারমুক্ত হয় নাগেশ্বরী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button