শিক্ষাঙ্গন

৪টি নতুন বাসের উদ্বোধন বশেমুরবিপ্রবিতে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন চারটি বাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ নতুন বাসগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে বাস চারটি ক্রয় করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বি কে বালা, আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি মো. শফিকুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কান্দার আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম গোলাম হায়দার, ডেপুটি রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী, মো. মোরাদ হোসেন, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সভাপতি মো. আব্দুল মান্নান খাঁন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মো. মজনুর রশিদ, রাস্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, পরিবহন প্রশাসক মো. রকিবুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, নতুন ৪টি বাস যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে মোট বাসের সংখ্যা হলো ১৮টি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button