খুলনা বিভাগ

মানবিক মানুষ মহম্মদপুরের ইউএনও মিজানূর রহমান

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানকে একজন মানবিক মানুষ হিসেবে মনে করেন এলাকার জনসাধরণ। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্যসামগ্রী উপজেলার আটটি ইউনিয়নের ঘরবন্দি কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে নিজে ঝুঁকি নিয়ে বিতরণ করেছেন। পাশাপাশি উপজেলার যে কোনো এলাকা থেকে অসহায় কোনো মানুষ ফেসবুক ম্যাসেঞ্জার বা নিদিষ্ট নম্বরে ফোন দিলে নিজে অথবা স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে সহায়তা পৌছে দিচ্ছে। মহামারি করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই সংক্রমণ প্রতিরোধ ও উপজেলায় ঘরবন্দি অসহায় দিনমুজুর খেটে খাওয়া মানুষের সহযোগিতার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে চলেছে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। জনগণকে সচেতন করতে এলাকার বিভিন্ন হাট বাজারে মাইকে করা হয়েছে প্রচার-প্রচারণা প্রধানমন্ত্রীর সহায়তার পাশাপাশি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষকে সহায়তার জন্য উপজেলার মধ্যে বনজঙ্গণ হয়ে ৪০ বছর ধরে পড়ে থাকা জমিতে চাষ করেছেন নানা প্রকার সবজি। উপজেলা নির্বাহী অফিসারের আবাদকৃত সবজি বাগান থেকে প্রতিনিয়ত সবজি সহায়তা পাচ্ছেন এলাকার ৪০ থেকে ৫০টি অসহায় পরিবার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button