রংপুর বিভাগসারাদেশ

তিস্তার দুই তীরে ২’শ ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: তিস্তার সুরক্ষা নিশ্চিত করা, ভাঙন ও বন্যা প্রতিরোধ এবং সম্প্রতি তিস্তাকে ঘিরে নেয়া মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় শুরু হওয়া ওই মানববন্ধন চলে প্রায় দু’ঘন্টা ব্যাপী। ‘তিস্তা বাচাও,নদী বাচাও’ সংগ্রাম পরিষদ ওই মানব বন্ধনের আয়োজন করে। এতে সামাজিক,রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক লোক উপস্থিত ছিলেন।

তিস্তা নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট (এখানে তিস্তা-ব্রহ্মপুত্র মিলেছে) পর্যন্ত এলাকা জুড়ে দুই তীরে ১১৫ করে মোট ২৩০ কিলোমিটারে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। এছাড়া দুই তীরে ৭৫ টি পয়েন্টে করা হয় সমাবেশ। এসব পয়েন্টের মধ্যে নীলফামারী অংশে ছাতনাই জিরো পয়েন্ট, তিস্তা ব্যারেজ ও বিভিন্ন চরসহ ৭টি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদীর বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার প্রবাহিত। এই অংশে প্রতিবছর বন্যা আর ভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যা ও ভাঙনের হাত থেকে মুক্তি চায় নদীর তীরবর্তী মানুষ। তিস্তা নদীর সুরক্ষা, দুই তীরের বন্যা ও ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত লোকজনেরর ক্ষতিপূরণের দিতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদী নিয়ে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, সেটা দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয় মানববন্ধনের ওই সমাবেশে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button