রাজশাহী বিভাগসারাদেশ

বড়াইগ্রাম পৌরসভার ৩৬ কোটি ৬৬ লক্ষ ৯৫ হাজর ৩৫৯.০২ টাকার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২০-২০২১ অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই ১০ লাখ ৪৭ হাজার ৯৮ টাকা উদ্বৃত্ত রেখে মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার তিনশ’ ৫৯ টাকা ০২ পয়সা বাজেট পেশ করা হয়েছে। এছাড়া বাজেটে মোট ৩৬ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার দুইশ’ ৬১ টাকা ব্যয় ধরা হয়েছে সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় পৌর মেয়র আব্দুল বারেক সরদার এ বাজেট পেশ করেন। উক্ত বাজেট ঘোষণা সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জালাল উদ্দীন সহকারী প্রকৌশলী নুরুল   ইসলাম,হিসাব রক্ষক ফিরোজুল ইসলাম,১নং ওয়ার্ড কাউন্সিলর ফজের আলী ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবু হানিফ,৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার,৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ সরকার, ৮নং কাউন্সিলর আবু জাফর, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, করোনা পরিস্থিতির কারণে এ বছর স্বল্প পরিসরে বাজেট ঘোষণা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button