রাজশাহী বিভাগ

ধামইরহাটে আউশ চাষে ব্যাপক সাড়া

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আউশ চাষে ব্যাপক সাড়া জাগিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। চলতি মৌসুমে ধামইরহাট উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে ব্রিধান ৪৮ জাতের আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৬’শ হেক্টর বেশী জমিতে আউশ উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা। অতিরিক্ত লক্ষমাত্রা অর্জনের জন্য উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ২৫ টি ব্লকে ২২ জন উপসহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে তিনি উঠান বৈঠক, মাঠ সভা, গ্রুপ সভা লিফলেট বিতরণ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের আগ্রহী ও উৎসাহিত করে যাচ্ছেন। আউশ প্রদর্শনী ধান চাষের জন্য ২০০ কৃষককে সরকারী অনুদানের সার-বীজ সরবরাহ করা হয়েছে। এছাড়াও কৃষিবিভাগের উদ্যোগে সার-কীটনাশক ডিলারদের সহযোগীতায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের ২০ একর জমিতে আউশ চাষের জন্য আউশ ধানের চারা বিতরণ করা হয়েছে। সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে ১৭ হাজার ৫’শ মেঃ টন ধান উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে। এছাড়াও ৭৫০ জনকে সরকারি প্রনোদনার সার-বীজ প্রদান করা হয়েছে। প্রনোদনার সুবিধা গ্রহনকারীদের উৎপাদন নিশ্চিত করতে কৃষি কর্মীরা সার্বক্ষনিক মাঠে তদারকি করছেন। উপজেলার চকমহেষ গ্রামের দুলাল বলেন, সরকারি সুবিধায় অধিক উৎপাদর সম্ভব, ভাল উৎপাদন হলে একদিকে যেমন সরকারের লক্ষ্যমাত্রা অর্জন হবে একই সঙ্গে দারিদ্রতা মোচনে কৃষকরাও উপকৃত হবেন ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button