সারাদেশ

যশোরে একদিনে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন ২৯ জন।

রবিবার (২৬ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ২৪ ঘন্টায় ল্যাবে যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের ৪টি, মাগুরার ৫টি মিলে সর্বমোট ৬৬ টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টি’তে করোনা পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে, যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৮ জন,নড়াইলে ৩ জন ও মাগুরায় ২ জন নতুন রোগী রয়েছেন।”

এর আগে শনিবার যশোরে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। মাত্র ৪১ টি নমুনা পরীক্ষা করেই ৯ জনের শরীরের এই করোনার অস্তিত্ব মেলে।

যশোর জেলায় ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্ত হওয়া রোগীর বাড়ি জেলার মনিরামপুর উপজেলায়। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button