আন্তর্জাতিক

বলিভিয়ায় নারী সিনেটরের নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা

বলিভিয়ার সিনেটের ডেপুটি প্রধান জিনাইন আনিয়েজ নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

মঙ্গলবার কংগ্রেসে এ ঘোষণা দেন তিনি।

গত রোববার বলিভিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ইভো মোরালেস সরে দাঁড়ানোর পর এ ঘোষণা দিলেন আনিয়েজ।

কিন্তু এ সময় মোরালেসের পার্টির সদস্যরা কংগ্রেসের অধিবেশন বর্জন করায় কোরাম সংকটে প্রেসিডেন্ট হিসেবে তার নিয়োগে প্রয়োজনীয় সমর্থন ছিল না।

মোরালেসের পদত্যাগের পর ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্থিয়া, সিনেটের নেতা আদ্রিয়ানা সালভাতিয়ারা ও হাউস অব ডেপুটিসের নেতা ভিক্টর বোর্দা পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদের জন্য তিনিই সামনে আছেন বলে কংগ্রেসে দাবি করেন আনিয়েজ।

প্রেসিডেন্ট পদে শিগগিরই নতুন নির্বাচন অনুষ্ঠানেরও প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে অস্থায়ীভাবে সিনেটের নিয়ন্ত্রণ গ্রহণ করেন তিনি।

তাকে নিয়োগ দেওয়ার জন্য ডাকা কংগ্রেসের অধিবেশন বর্জন করে মোরালেসের দল ‘মুভমেন্ট ফর সোশালিজম’।

এক টুইট বার্তায় আনিয়েজকে ‘অভ্যুত্থানের ইন্ধনদাতা ডানপন্থি সিনেটর’ অভিহিত করে তার ঘোষণার নিন্দা করেছেন মেক্সিকোয় স্বেচ্ছা নির্বাসনে যাওয়া মোরালেস।

জীবন নিয়ে শঙ্কার কারণে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

গত ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে চলমান বিক্ষোভে অন্তত তিন জন নিহত ও বহু লোক আহত হয়। এরপর সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন মহলের চাপের মুখে পদত্যাগ করেন মোরালেস।

মোরালেস পদত্যাগ করার পর তার সরকারের অনেক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাও পদত্যাগ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button