আন্তর্জাতিক

ইরানে গোপন সাইবার হামলা

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুই তেল স্থাপনায় হামলা চালানো হয়। ওই হামলায় সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। ওই ঘটনায় ইরানকেই দায়ী করে যুক্তরাষ্ট্র। আর এরই জের ধরে এবার ইরানের ওপর গোপন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানা যায়।

নাম গোপন রাখার শর্তে সংবাদটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা জানান, অপারেশনটি সেপ্টেম্বরের শেষের করা হয়েছিল। হামলার মূল লক্ষ্য ছিলো তেহরানের প্রোপাগ্রান্ডা চালানোর স্বক্ষমতা। কর্মকর্তাদের মধ্যে একজন বলেন, ওই আক্রমণে দেশটির হার্ডওয়্যার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।

বিষয়টি নিয়ে পেন্টাগনের মুখপাত্র এলিসা স্মিথ বলেন, নীতিগত কারণে এবং নিরাপত্তার স্বার্থে কোনো সাইবার অপারেশন, এ বিষয়ক তথ্য এবং পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button