রংপুর বিভাগসারাদেশ

নীলফামারীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াইশ ছাড়াল

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা।
লাগামহীন ঘোড়ার মতই আপন গতিতে সমান তালে ছুটে চলছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হয়েছে আরো ৪ জন। গত সোমবার পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৫৯ জনে। এদের মধ্যে মারা গেছে ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
জেলা স্বাস্থ্যবিভাগ সুত্র হতে জানা যায়, এ পর্যন্ত ২৭০৯ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য প্রেরন করা হলেও ফলাফল পাওয়া গেছে ২২৮২ জনের। এদের মধ্যে উল্লেখিত সংখ্যক রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ৬ জন মারা গেছে এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১২২ জন। ইতোমধ্যে স্বাস্থ্যবিভাগ ওই জেলাকে রেডজোন হিসেবে ঘোষনা করেছে। তারপরও প্রতিদিন যে হারে সংক্রমন বাড়ছে তাতে করে এ জেলায় শেষ পরিনতি কি হবে তা নিয়ে স্থানীয়রা সংকিত হলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দায়িত্বশীলরা আয়েশেই আছেন। করোনার গতি থামাতে আর কোন কার্যক্রমই সচল নেই জেলায়।
সৈয়দপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হানিফ উদ্দীন বলেন, পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগেই করোনার গতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে না পারলে এর ভয়াবহতা কতটা বেদনাদায়ক হবে তা হয়ত সময়ই বলে দিবে।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, যেহেতু রোগটি মহামারি আকার ধারন করেছে তাই সকলকেই স্বাস্থবিধি মেনে চলা উচিত। এ ক্ষেত্রে তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button