জাতীয়

ক্রেতাবেশে ফার্মেসিতে গোয়েন্দা অভিযান, সরকারি ওষুধসহ হাতেনাতে ধরা মালিক

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকায় নকল, নিষিদ্ধ ও সরকারি ওষুধ বিক্রিতে জড়িত থাকার অভিযোগে একজন ফার্মেসি মালিককে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্য অনুযায়ী তাকে আটক করা হয়। আটক শংকর দাস (৪৫) মা মনি নামের এক ফার্মেসির মালিক। তিনি আনোয়ারা উপজেলার বাথুয়া পাড়ার শুরুনাথ দাসের ছেলে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে ওষুধ কিনতে গিয়ে নকল ও সরকারি ওষুধ বিক্রির বিষয়টি জানতে পারে এনএসআই। এরপর খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ নকল, বিক্রয় নিষিদ্ধ, সরকারি ওষুধ পাওয়া যায়।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, নকল, নিষিদ্ধ ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগে শংকর দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button