করোনা আক্রান্ত পুলিশ সদস্যের ৭আত্মীয়র গৃহীত নমুনায় করোনা পাওয়া যায়নি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ করোনা উপসর্গ সন্দেহে দুপচাঁচিয়া পৌর এলাকার আরও ২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২২এপ্রিল বুধবার পৌর এলাকার মাঝিপাড়া মহল্লার উপেন চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র(৪০) ও চৌধুরীপাড়া মহল্লার নারায়ন কুন্ডুর ছেলে রনি (২৮) এর নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবরেটরী টেকনিশিয়ান আবু বক্কর ছিদ্দিক ও ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল জানান, গৃহীত ২ব্যক্তির নমুনা বগুড়া প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আদমদীঘির শাওইল গ্রামের করোনা আক্রান্ত পুলিশ সদস্যের শ্বশুরবাড়ি দুপচাঁচিয়ার হাপুনিয়া গ্রামের ফেরদৌস সহ তার পরিবারের ৩জন ও ফেরদৌসের শ্বশুরবাড়ি দুপচাঁচিয়ার সিংগা(কাজীগাড়ী) গ্রামের সাবেক পোষ্ট মাষ্টার আমজাদ হোসেন সহ তার পরিবারের ২জনের সংগৃহীত নমুনায় কোনো করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।